Allah the Almighty says: فَاذْكُرُونِي اَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِيْ وَلَا تَكْفُرُونِ “So remember Me, and I will remember you. And be grateful to Me, and do not be ungrateful to Me. ” Surah Al-Baqarah: 2: 152 O you who believe, remember Allah, remember Him many times. “O you who believe! And remember Allah much. " Surah Al-Ahzab - 33:41 And the remembrance of Allah is multiplied, "And men and women who remember Allah much. Allah has prepared for them forgiveness and a great reward." Surah Al-Ahzab - 33:35. And remember, O Lord, in your soul is the fear, “And remember your Rabb in your heart, with supplication and fear, in a low voice; Morning and evening. And do not be among the indifferent. ” Surah Al-A'raf: 205. Moreover, the Prophet (peace and blessings of Allaah be upon him) said, "Whoever remembers his Lord, and whoever does not remember his Lord, let them be alive and dead." [1] The Me...
মহান আল্লাহ তায়ালা মানবজাতিকে সৃষ্টি করে তাদের চলার পথ দেখিয়েছেন। ভালো ও মন্দের দিকনির্দেশনা দিয়েছেন। ভালোর ফল নিয়ামতভরা সীমাহীন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর মন্দের ফল আগুনেভরা সীমাহীন জাহান্নামের খবর জানিয়েছেন। মানবজাতির জন্য যুগে যুগে নবী-রাসূল সা.-গণকে পাঠিয়ে আল্লাহ তায়ালা বাস্তব জীবনে জান্নাতের পথনির্দেশনা দিয়েছেন। আর জাহান্নামেরও অশুভ খবর জানিয়েছেন। আজকের জীবনেও বিজ্ঞানের মহা আবিষ্কারের পরও আল্লাহর পাঠানো শেষ নবী সা. ও সর্বশেষ মহাগ্রন্থ আল কুরআন আমাদের সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত এ সিলসিলা চালু থাকবে। আমাদের সামনে বছরের শ্রেষ্ঠ মাস রমাদান আল্লাহর বান্দাদের জন্য গুনাহ মাফ ও জান্নাতের সুসংবাদ নিয়ে হাজির হয়েছে। আমরা যারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি ঈমানের বলে বলীয়ান হয়ে, তারই দেয়া জীবনবিধান অনুসরণ করে মহানবী সা.-এর দেখানো দিকনির্দেশনা অনুযায়ী নিজে চলতে চাই, অন্যকেও চলার আহ্বান জানাতে চাই। মহান আল্লাহ তায়ালা সূরা মুমিনুনে মুমিনদের সফলকামের নিশ্চয়তা দিয়েছেন, যাতে তারা নিজেদের নামাজে বিনয়াবনত হয়। মহান আল্লাহ তায়ালা তার শেষ নবী মুহাম্মদ সা.-কে মিরাজে নিয়ে আম...
h has promised that He will grant the Khilafah to those of you who believe and do righteous deeds, just as He gave the Khilafah to those who passed away before them, establishing their religion on a firm foundation, ) Change the state of fear into security. Let them worship Me alone and do not associate anyone with Me. '(Surah An-Noor, 55) God is the owner of this universe. He gives the kingdom to whomever He wills and removes whomever He wills from the kingdom. Because he is sovereign. But he does it through a certain rule. When sending Adam (peace be upon him) into the world, Allah said, "There is no fear for those who follow the guidance that will come from Me." Muhammad (peace be upon him). The purpose of his sending is as follows: "He has sent His Messenger with guidance and the true religion (the way of life) so that he may conquer and establish it over all religions, though the polytheists will not tolerate it at all." The condition is expelled ...
Comments
Post a Comment