একটি সুন্দর মোনাজাত আপনি চাইলে প্রতিরাতে পড়তে পারেন৷

হে আমার রব আমার গুনাহের স্তুুপ তো অনেক বড় কিন্তু আমি জানি,আপনার ক্ষমা আমার গুনাহের চেয়ে অনেক বেশি বড়৷ আপনার নির্দেশনুসারে আমি আপনাকে বিনম্র হয়ে ডাকছি যদি আপনি আমাকে ফিরিয়েদেন, তবে কে আমার প্রতি করুনা করবে৷  কেবল নেককার লোকই যদি আপনার কাছে ক্ষমার আশা করে,তাহলে গুনাহগার ও অপরাধী বান্দা কার কাছে ক্ষমার আশা করবে৷ আপনার কাছে তো আমার ক্ষমার পাওয়ার কোনো মাধ্যম নেই,থাকলে আছে কেবল আপনার প্রতি আশা সুধারনা ও আমার ইসলাম৷

Comments

Popular posts from this blog

The virtue of remembrance

রমাদান ঈমানদারদের জন্য প্রশিক্ষণের মাস৷

In fulfillment of Gods' promise what a believer should do