খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস সবার জানা দরকার৷
হযরত আবু সাইদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন,
রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যাক্তি জোর করে কারো সমপদের এক বিঘত জমি দখল করে নিবে,মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন৷
(সহি বুখারী মুসলিম)
Comments
Post a Comment