মিথ্যার প্রকারভেদ এবং এর প্রতি নিষেধাজ্ঞা

কুরআন এবং হাদিসের অকাট্য প্রমাণাদির ভিত্তিতে সকল প্রকার মিথ্যা স্পষ্টরুপে হারাম বলে প্রমানিত৷ এটি জঘন্যতম গুনাহ এবং নিকৃষ্টতম বদ অভ্যাস৷ 

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেন,
মুনাফিকের আলামত হলো তিনটি---যখন কথা বলে মিথ্যা বলে,প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে,এবং আমানত রাখলে খিয়ানত করে৷

(সহি বুখারী হাদিস নাম্বার : ৩৩)
(সহি মুসলিম হাদিস নাম্বার :৫৯)

আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন,
রাসুল (সাঃ) বলেছেন, চারটি জিনিস 
(স্বভাব ) যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক৷ 
আর যার মধ্যে এগুলোর একটি রয়েছে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের  একটি স্বভাব রয়ে যায়৷ 
(স্বভাব গুলো হলো)
আমানত রাখলে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, যুক্তি করলে ভঙ্গ করে, এবং বিবাদে জরালে অশ্লীল কথা বলে৷ 
(সহি বুখারী হাদিস নাম্বার :৩৪)
(সহি মুসলিম হাদিস নাম্বার :৫৮)

সম্মানিত প্রিয় মুসলিম ভাইয়েরা এই ধরনের জঘন্যতম মিথ্যা থেকে যেন মহান আল্লাহতালা আমাদের সর্ব অবস্থায় হেফাযত করেন, আমিন৷  

Comments

Popular posts from this blog

The virtue of remembrance

রমাদান ঈমানদারদের জন্য প্রশিক্ষণের মাস৷

In fulfillment of Gods' promise what a believer should do