রমাদান ঈমানদারদের জন্য প্রশিক্ষণের মাস৷
মহান আল্লাহ তায়ালা মানবজাতিকে সৃষ্টি করে তাদের চলার পথ দেখিয়েছেন। ভালো ও মন্দের দিকনির্দেশনা দিয়েছেন। ভালোর ফল নিয়ামতভরা সীমাহীন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর মন্দের ফল আগুনেভরা সীমাহীন জাহান্নামের খবর জানিয়েছেন। মানবজাতির জন্য যুগে যুগে নবী-রাসূল সা.-গণকে পাঠিয়ে আল্লাহ তায়ালা বাস্তব জীবনে জান্নাতের পথনির্দেশনা দিয়েছেন। আর জাহান্নামেরও অশুভ খবর জানিয়েছেন। আজকের জীবনেও বিজ্ঞানের মহা আবিষ্কারের পরও আল্লাহর পাঠানো শেষ নবী সা. ও সর্বশেষ মহাগ্রন্থ আল কুরআন আমাদের সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত এ সিলসিলা চালু থাকবে। আমাদের সামনে বছরের শ্রেষ্ঠ মাস রমাদান আল্লাহর বান্দাদের জন্য গুনাহ মাফ ও জান্নাতের সুসংবাদ নিয়ে হাজির হয়েছে। আমরা যারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি ঈমানের বলে বলীয়ান হয়ে, তারই দেয়া জীবনবিধান অনুসরণ করে মহানবী সা.-এর দেখানো দিকনির্দেশনা অনুযায়ী নিজে চলতে চাই, অন্যকেও চলার আহ্বান জানাতে চাই। মহান আল্লাহ তায়ালা সূরা মুমিনুনে মুমিনদের সফলকামের নিশ্চয়তা দিয়েছেন, যাতে তারা নিজেদের নামাজে বিনয়াবনত হয়। মহান আল্লাহ তায়ালা তার শেষ নবী মুহাম্মদ সা.-কে মিরাজে নিয়ে আম...
Comments
Post a Comment